ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

জবি কেন্দ্রীয় মসজিদে ৩০টি সুতরা উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদে নামাজের সময় মুসল্লিদের জন্য একটি মৌলিক উপকরণ প্রায় ৩০টি সুতরা উপহার দিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে এই সুতরা উপহার দেয়।

জবির একটি মাত্র মসজিদ আছে যেখানে প্রায় একসাথে ৫০০ শিক্ষার্থী নামাজ আদায় করতে পারে। জবির এই একটি মাত্র মসজিদ থাকলেও এখানে অনেক মৌলিক উপকরণের অভাব রয়েছে, যার মধ্যে একটাও সুতরা নেই।

নামাজের সময় অনেক মুসল্লি সামনের দিকে চলাফেরার কারণে মনোযোগ হারায়, যা ইসলামী শরিয়তের আদবের বিরোধী। এই সুতরা বিষয়ে মসজিদের ইমাম, নিয়মিত মুসল্লি ও শিক্ষার্থীদের মধ্যেও আলোচনা হয়েছে। কিন্তু ফলপ্রসূ কোনো কাজ না হওয়ায় এবার ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন ছাত্রদল নেতা শাহরিয়ার।

এ সম্পর্কে ছাত্রদল নেতা শাহরিয়ার বলেন, “মসজিদ আমাদের সবার জন্য পবিত্র স্থান। এখানে যারা নামাজ আদায় করেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেটাই আমাদের দায়িত্ব। সুতরার অভাব অনেকদিন ধরে ছিল, তাই আমি মনে করেছি এই ছোট উদ্যোগ হয়তো মুসল্লিদের উপকারে আসবে।”

আরও পড়ুন

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কাজেও সক্রিয়। শাহরিয়ারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই সবাই এমন উদ্যোগে উৎসাহিত হোক।”

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “মসজিদে সুতরার অভাব ছিল একটি বাস্তব সমস্যা। শাহরিয়ার ভাইয়ের এই অবদান মুসল্লিদের জন্য বড় উপকারে আসবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কল্যাণমূলক কাজে পাশে থাকব, সেটা ধর্মীয় হোক বা সামাজিক।”

উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা নামাজ আদায় করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জবির একটি মাত্র মসজিদ থাকলেও কোনো সুতরা না থাকায় অনেক সময় অসুবিধার সৃষ্টি হতো, বিশেষ করে প্রতিদিন জোহরের নামাজ এবং জুমার দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

এবার ভুটানের লিগে খেলতে গেলেন আফঈদা ও স্বপ্না

নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই: ড. ইউনূস

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা