ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, 'শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে স্বীকার করি, তবে আমরা তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় বিপর্যয়ও স্মরণ করি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের এক করদ রাষ্ট্রে পরিণত হয়, ১৯৭২ সালের জনগণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়, এবং লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রে রয়েছে মুজিবপূজা ও মুক্তিযুদ্ধপূজা। যা জনগণকে দমন, দেশ লুটপাট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভাগ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারির চেয়ে কম কিছু ছিল না। অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম।'

নাহিদ ইসলাম অভিযোগ করেন, 'দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের বংশগত সম্পত্তি হিসেবে বিবেচনা করেছে, জবাবদিহি ছাড়া শাসন করেছে, এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমনকে বৈধতা দিয়েছে।'

আরও পড়ুন

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, '২০২৪ সালের গণঅভ্যুত্থান এই জমিদারি ভেঙে দিয়েছে। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো মতবাদ আর কখনোই নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না।'

জাতির পিতা উপাধি ইতিহাস নয় জানিয়ে তিনি বলেন, 'এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার, যা ভিন্নমত দমন ও রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ সমানভাবে সকল নাগরিকের। এই দেশের জন্ম বা ভবিষ্যতের উপর কোনো একক ব্যক্তি মালিকানা দাবি করতে পারে না।'

তিনি 'মুজিববাদ'কে সরাসরি ফ্যাসিবাদী মতবাদ হিসেবে আখ্যা দিয়ে লেখেন, 'মুজিববাদ হলো শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে চালিত এক ফ্যাসিবাদী মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এক ফ্যাসিবাদী মতাদর্শের বিরুদ্ধে। মুজিববাদ হলো গুম, হত্যা, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, দেশের সম্পদ লুটপাট ও বিদেশে পাচার, ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘুদের জমি দখল এবং জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার প্রতীক।'

নাহিদ ইসলাম দাবি করেন, 'ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এক অস্ত্র হিসেবে। তার মূর্তির আড়ালে বিকাশ লাভ করেছে অপহরণ, হত্যা, লুটপাট ও গণহত্যা। মুজিববাদ এখনো এক জীবন্ত বিপদ। একে পরাস্ত করতে রাজনৈতিক, মতাদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার জন্য যেখানে সব নাগরিক সমান, এবং যেখানে কোনো দল, কোনো বংশ, কোনো নেতা জনগণের ঊর্ধ্বে থাকতে পারবে না। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মুজাহিদ, মোহিনী

বনানীতে সিসা বারে যুবককে হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেপ্তার

১০৭ বছর বয়সেও নূরজাহান বেওয়া চশমা ছাড়াই পড়তে পারেন কোরআন শরিফ

জবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে আগামীকাল

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা