ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

১০৭ বছর বয়সেও নূরজাহান বেওয়া চশমা ছাড়াই পড়তে পারেন কোরআন শরিফ

১০৭ বছর বয়সেও নূরজাহান বেওয়া চশমা ছাড়াই পড়তে পারেন কোরআন শরিফ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ১০৭ বছর বয়সী নূরজাহান বেওয়া এখনও চশমা ছাড়া পড়তে পারেন কোরআন শরিফ। এই বয়সেও তিনি আছেন সুস্থ। শরীরে বাসা বাঁধেনি তেমন কোনো রোগব্যাধি। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে মহিষখোঁচা বাজার সংলগ্ন এলাকার মরহুম মহির খানের স্ত্রী নূরজাহান বেওয়া। ১৯১৮ সালে জন্ম তার।

খোঁজ নিয়ে জানা গেছে, শত বছর পেরিয়ে গেলেও নূরজাহান বেওয়ার এখনও রয়েছে চোখের জ্যোতি, কানেও শোনেন। চশমা ছাড়া পড়েন পবিত্র কোরআন শরিফ, পত্রিকা। ব্যবহার করেন মোবাইল ফোনও। কাপড় ধোয়া, ভাত রান্না, ঘর গোছানোসহ নিজের সব কাজ নিজেই করছেন। অন্যের সাহায্য ছাড়াই করছেন চলাফেরা। বয়সের ভারে ন্যুয়ে পড়লেও মনের দিক থেকে তিনি এখনও চির তরুণ।

চার ছেলে সন্তান ও চার মেয়ে সন্তানের জননী নূরজাহান বেগম এখন একাই থাকেন বাড়িতে। স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি ছেড়ে তিনি কোথাও যেতে চান না। কোনো সন্তান বা নাতিদের কেউ তাকে নিজের কাছে রাখতে চাইলে তাদের জানিয়ে দেন, স্বামীর ভিটাতেই যেন তার মৃত্যু হয়। ছেলে ও মেয়ে সন্তানরাও হয়েছেন বৃদ্ধ। মারা গেছেন দুই ছেলে। তবে সন্তানরা কেউ মায়ের কাছে না থাকলেও মায়ের দেখাশোনার জন্য রেখেছেন কাজের মেয়ে ও কাজের ছেলে।

আরও পড়ুন

শিক্ষিত ও ধার্মিক এই নারী রংপুর কৈলাশ শঙ্কর বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। মেধাবী হওয়ায় পেয়েছেন শিক্ষা বৃত্তি। তৎকালীন প্রতি মাসে আড়াই টাকা করে বৃত্তি পেয়েছেন তিনি। নিজের সন্তানদের করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত।

ছোট মেয়ে সুলতানা বেগম (৬৫) বলেন, আমার মা বয়সে ও শরীরে বৃদ্ধ হলে মনের দিক থেকে তিনি বৃদ্ধ হননি। তিনি এখনও সুস্থ-সবল চলাফেরা করছেন। এটা সৃষ্টিকর্তার রহমত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে একই বাড়িতে স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের লাশ, চিরকুটে অভাবের কথা

ছোট্টবেলার বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত মানস বন্দ্যোপাধ্যায়

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের ড্রেনম্যান ও পাহারাদারকে গলাকেটে হত্যা

পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকায় ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন

শহীদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদল নেতা রুমির খাবার ও পানি বিতরণ