শহীদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদল নেতা রুমির খাবার ও পানি বিতরণ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের প্রথম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করেছেন জবি ছাত্রদলের ২ নং যুগ্ম- আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান রুমি ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এই খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে শহীদ ইকরামুল হক সাজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।
শহীদ সাজিদের প্রথম মৃত্যু বার্ষিকী আমাদের জন্য একটি আবেগঘন মুহূর্ত উল্লেখ করে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান রুমি বলেন, শহীদ একরামুল হক সাজিদ শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই নয়, তিনি সারা বাংলাদেশের গর্ব। তাঁর মতো দুই হাজারেরও বেশি শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। শহীদ সাজিদ যে চেতনায় বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই চেতনাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে চলছি একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অঙ্গীকারবদ্ধ।
আরও পড়ুনআমরা শহীদের রক্তে গড়া এই দেশের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ রক্ষা করব, এবং সকল প্রকার দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকব ।শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সুবিধাবঞ্চিত মানুষেরা জবি ছাত্রদল নেতার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং শহীদ সাজিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মন্তব্য করুন