ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

৬৭৬-এ শেষ হলো সঞ্জিত সরকারের ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’

৬৭৬-এ শেষ হলো সঞ্জিত সরকারের ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’

অভি মঈনুদ্দীন ঃ দর্শকপ্রিয়তায় থাকার পরও অবশেষে আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’ নাটকটি এরইমধ্যে শেষ হলো। ৬৭৬ পর্ব প্রচারের মধ্যদিয়ে নাটকটির প্রচার শেষ হলো।

এই নাটক শেষ হবার মধ্যদিয়ে শিল্পীদের একটি কয়েক বছরের ভালোলাগার কাজ শেষ হলো। তবে এই নাটকের প্রচার শেষ হলেও একই পরিচালকের ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকের প্রচারও শুরু হলো। তবে পরিচালক সঞ্জিত সরকার বলেন,‘ চিটার অ্যাণ্ড জেন্টলম্যান আমার পরিচালিত অন্যতম দর্শকপ্রিয় একটি নাটক ছিলো। টানা কয়েকবছর বেশ যত্ন নিয়ে এই নাটকের গল্প রচনা করেছি, নির্মানও করেছি। শিল্পীদের কাছ থেকে যে অভূতপূর্ব ভালোবাসা আমি পেয়েছি, তাতে ধন্য আমি। আমি জানিনা শিল্পীরা আমাকে কেন এতো ভালোবাসে। তবে তাদের এই ভালোবাসাই আমার আগামীদিনে আরো ভালো করার শক্তি। শিল্পীরা আমাকে যে সম্মান করে শ্রদ্ধা করে তাতে অভিভূত হই আমি। আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইলো চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’র সকল শিল্পীদের প্রতি।’

ডা. এজাজু ইসলাম বলেন,‘ সঞ্জিত দাদা অত্যন্ত ভদ্র বিনয়ী একজন মানুষ। তার মতো এমন ভালো মনের মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। তিনি তার কাজটিও ভীষণ যত্ন নিয়ে করেন। চিটার অ্যাণ্ড জেন্টলম্যান আমার অত্যন্ত প্রিয় একটি নাটক। এই নাটকটি শেষ হলেও এই নাটকের সবার জন্য আমার অনেক ভালোবাসা রইলো।’

আরও পড়ুন

তাহমিনা সুলতানা মৌ বলেন,‘ সঞ্জিত দাদার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলছি, চিটার অ্যাণ্ড জেন্টলম্যান শেষ হয়ে যাওয়ায় ভীষণ খারাপ লাগছে। যদিও কোনো না কোনো সময় তা শেষ হতোই। তারপরও এই নাটকে কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে দেখা হতো কথা হতো, ভীষণ ভালোলাগতো। সঞ্জিত দাদার নতুন নাটক ম্যানেজ মাস্টারের জন্য শুভ কামনা রইলো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপথে কান্তজীউ বিগ্রহ নিয়ে আসা হলো দিনাজপুরের রাজবাড়ীতে

দিনাজপুরের খানসামায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আটক

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন এএসআই শাকিল!

বৈঠকের জন্য কেন সামরিক ঘাঁটি বেছে নিলেন ট্রাম্প-পুতিন

বগুড়ার শেরপুরে ১ হাজার পরিবারের পানিবন্দি মানবেতর জীবন

দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি