দিনাজপুরের খানসামায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমান মোস্তাকিমকে আজ শুক্রবার (১৫ আগস্ট) আটক করেছে থানা পুলিশ।
খানসামা থানার অফিসার ইনচার্জ জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম শরীফ উদ্দিন সরকারকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে।
আরও পড়ুনএরআগে গত ১৮ জুলাই ভোরে হামলার ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় শরীফ উদ্দিন সরকারকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিজ বাড়িতে ফিরে যাওয়ার পর গত ৬ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।
মন্তব্য করুন