ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের স্কোয়াডে বগুড়ার ৩ জন

অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের স্কোয়াডে বগুড়ার ৩ জন

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছে বগুড়ার ৩ কিশোর ক্রিকেটার। সম্প্রতি ঘোষিত জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্য থেকে গতকাল বৃহস্পতিবার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে জায়গা করে নিয়েছে বগুড়ার তিন ক্ষুদে ক্রিকেটার আব্দুর রহমান ইরফান, বায়জীদ বোস্তামী এবং আফ্রিদি তারিক।

এবার রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৪ বগুড়া জেলা দলের হয়ে খেলেছে এসব ক্ষুদে ক্রিকেটার। এরপর বিভাগীয় দলে পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়ে তারা। সর্বশেষ জাতীয় দলের ক্যাম্পে পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছে উদীয়মান তিন জন। এদের মধ্যে আব্দুর রহমান ইরফান এবং বায়জীদ বোস্তামী বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করে। আফ্রিদি তারিক বিকেএসপিতে অধ্যয়নরত।

অনুশীলন পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেলেও বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে অনেক বড় অবদান রাখছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। জেলা কোচ রিফাত হাসান এবং সহকারি কোচ রাশেদের নিবিড় তত্বাবধানে চলতি বছর অনূর্ধ্ব-১৪ এবং ১৬ রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা।

আরও পড়ুন

সেই সাথে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে দুই উদীয়মান ক্রিকেটার শামস তওফিক ও আকাশ রায়। এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া। সবমিলিয়ে বগুড়ার ক্রিকেটে উন্নতির ধারা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের স্কোয়াডে বগুড়ার ৩ জন

খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদল নেতার দোয়া ও কোরআনে হাফেজদের মাঝে খাবার বিতরণ  

নওগাঁর আত্রাই নদের পানি বিপৎসীমার ওপর, পানিবন্দি ৫০০ পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জে রুপালি পাটকাঠিতে আশার আলো দেখছেন চাষিরা

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত শ্রমিক দলের সাবেক সভাপতি গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত