দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে মহাসড়কে আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত হয়েছে। নিহত কহিনুর বেগম (২৭) ও রিসাদ কাইফ (২ মাস) উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী ও সন্তান।
পুলিশ জানায়, গোলাম রব্বানী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি পাউশগাড়া থেকে নিজ বাড়ি ফেরার পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে অটোরিকশার ধাক্কায় স্ত্রী কহিনুর ও সন্তান রিসাদ মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়।
আরও পড়ুনএসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কহিনুর ও রিসাদকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মা ও শিশুর লাশ উদ্ধার করেছে।
মন্তব্য করুন