প্রতারণার শিকার গোবিন্দগঞ্জের যুবক, বিদেশে না খেয়ে মৃত্যুর বিচার দাবি মায়ের

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : কাজের কথা বলে প্রতারণার মাধ্যমে ভ্রমণ ভিসায় ১৪ মাস আগে সৌদি আরবে পাঠানো যুবকের না খেয়ে মৃত্যু। এ ঘটনায় থানায় অভিযোগ করে প্রতারকের বিচার চেয়েছেন ওই যুবকের মা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের আব্দুল জলিলের সেখের ছেলে শাফিরুল শেখ (২৫)। সম্প্রতি সৌদি আরবে না খেতে পেয়ে মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শাফিরুল শেখের স্বজনরা জানান, গত ১৪ মাস পূর্বে সংসারের স্বচ্ছলতার আশায় একই ইউনিয়নের রসুলপুর মাঝপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আদম ব্যবসায়ী মিস্টার মিয়া প্রলোভন দেখিয়ে ভালো কোম্পানিতে উচ্চ বেতনের চাকরি দেয়ার কথা বলে সৌদি আরবে পাঠায়। এসময় শাফিরুলের পরিবারকে সহায় সম্বল বিক্রি ও ধার দেনা ৬ লাখ টাকা দিতে হয় দালাল মিস্টার মিয়াকে।
কিন্তু সৌদি আরবে যাওয়ার পর তিনি বুঝতে পারেন, তাকে ভ্রমণ ভিসায় এনে প্রতারিত করা হয়েছে। পরবর্তীতে আকামা, বৈধ কাগজ-পত্র না দিয়ে বরং কাগজপত্র দেওয়ার জন্য তাগিদ দিলে সেখানে আরেক দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়।
আরও পড়ুনএতে তাদের আওতায় শাফিরুল কাজ কর্ম করলেও বেতন ও খাবার পায়নি ঠিক ভাবে। বেতন চাইলে তাকে মারধর নির্যাতন করা হতো। এরই এক পর্যায়ে শাফিরুল ওই দালালদের কাছ থেকে ছাড়া পেলেও অবৈধভাবে রাস্তায় রাস্তায় পলাতক অবস্থায় হাত পেতে খেয়ে, না খেয়ে সম্প্রতি মারা যায় সে। এ খবর পাওয়ার পর তার পরিবার পাগল প্রায়। এলাকার লোকজনও বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
শাফিরুলের বাবা-মা ছেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ও দাদাল প্রতারকের বিচার চেয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ অভিযোগের প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ কামারদহ ইউনিয়নের অভিযোগকারী ও অভিযুক্তের বাড়ি পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন