ঢাকায় বিমান বিধ্বস্তে দুই শিক্ষার্থীসহ নিহত ৩

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে, আহত অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি তানভীর আহমেদ নামে এক শিক্ষার্থী মারা যান। সে মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
একই সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েত। সে উত্তরার নয়ানগরের বাসিন্দা আসলামের সন্তান।
আরও পড়ুনএই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। তিনজন চিকিৎসাধীন রয়েছেন ঢামেক হাসপাতালে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ছুটে আসেন ঘটনাস্থলে। নিখোঁজদের খোঁজে অনেকেই ছুটে বেড়ান, কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
মন্তব্য করুন