ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর।বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের একাধিক সীমান্ত রয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তানের এক দল সন্ত্রাসী অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ৩৩ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। আইএসপিআরের ভাষ্য অনুসারে, “৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।”অনুপ্রবেশকারীরা আফগানিস্তানের নাগরিক হলেও পাকিস্তানি তালেবানি গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)-এর সঙ্গে সম্পর্কিত এবং বেলুচিস্তানে টিটিপির সাংগঠনিক কার্যক্রম বিস্তারের জন্য এসেছিল—উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন

নিহত অনুপ্রবেশকারীরা ভারতের মদতপুষ্ট দাবি করে আইএসপিআর বলেছে,“পাকিস্তানের সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে বিভিন্ন স্থানে কাঁচা রাস্তার বেহাল দশা, ৩ লাখ মানুষের ভোগান্তি

একের পর এক জুঁইয়ের নতুন নতুন ফোক গান

গুলশানে আবির হত্যা , প্রথম ফাইনাল রিপোর্টের নারাজির শুনানি হয়নি

নিজের নামে ওয়েবসাইট করলেন প্রিয়াঙ্কা জামান

লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধিতে সর্তকবার্তা জারি

নীলফামারীর ডোমারে এক যুবকের মরদেহ উদ্ধার