মাইলস্টোন ট্র্যাজেডি: দুই মাস পর হাসিমুখে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী রোহান

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মো. রোহান (১৪) নামের আরও এক শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ২৬ জনকে ছাড়পত্র দেওয়া হলো। দুই মাস পর হাসিমুখে আজ বাড়ি ফিরেছে মাইলস্টোনের সেই শিক্ষার্থী ।
আজ সোমবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
সেই দিনের স্মৃতি চারন করে শিক্ষার্থী রোহান দৈনিক করতোয়াকে জানান, প্রথমে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর ওয়াশরুমে আশ্রয় নেই। কিন্তু শ্বাস নেওয়া যাচ্ছিল না। পরে ওয়াশরুমের বেসিনের ওপর দাঁড়িয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করেছি। এরপর হোস্টেলের গ্রিল দিয়ে আমাদেরকে সেনাবাহিনী নামিয়েছে। নামার পর একা গোল চত্বর পর্যন্ত হেঁটে গিয়েছি। তখন অনেকের কাছেই সাহায্য চেয়েছি কিন্তু কেউ সাহায্য করেনি। সবাই ভিডিও করছিল। আমি একা রিক্সা নিয়ে বাংলাদেশ মেডিকেলে গিয়েছিলাম’।
তার বন্ধুদের কথা স্মরণ করে আরও বলেন, অনেকে সুস্থ হয়েছে তবে অনেকে আর নেই । তাদের জন্য খারাপ লাগে। ঘটনার সময় আমার সামনেই আমার একটা বন্ধু দুই খন্ড হয়ে পড়েছিল। জারিফ নামের আরও একজনের বুকে বেশি আঘাত লাগে তাই সেও মারা যায়।
আরও পড়ুনপরিশেষে হাস্যজ্বল কন্ঠে তিনি বলেন, এবার বাড়ি ফিরে আবারও খেলার মাঠে ফিরতে চাই ।
তবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন শিক্ষার্থী রোহানের পরিপূর্ণ সুস্থ হওয়ার বিষয়ে বলেন,আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যে চিকিৎসাগুলো দিয়ে থাকি সে চিকিৎসাগুলো দিব। তারপরও বলা কঠিন আমরা পরিপূর্ণভাবে সুস্থ করতে পারব কিনা। রোহানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল । এজন্য ফিজিওথেরাপি চালু রাখতে হবে। অন্যথায় তার দৈনন্দিন কাজকর্মের সমস্যা হতে পারে ।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্তব্য করুন