ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

একইমঞ্চে মুগ্ধতা ছড়ালেন অনুপমা মুক্তি ও জয়

একইমঞ্চে মুগ্ধতা ছড়ালেন অনুপমা মুক্তি ও জয়

 অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী অনুপমা মুক্তি। বিশেষ করে তাকে তার সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া মৌলিক গান ‘হাজার বছর ধরে’ সিনেমায় সুবীরনন্দীর সঙ্গে গাওয়া ‘তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকী তোমার মন’ গানটি দিয়ে শ্রোতা দর্শক তাকে বেশি চিনেন।

এছাড়াও তার প্রকাশিত আরো বেশকিছু মৌলিক গান আছে। অনুপমা মুক্তির কন্ঠে বাংলাদেশের ও ভারতের সোনালী দিনের গান দারুণ পছন্দ করেন শ্রোতা দর্শকেরা। অন্যদিকে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ভার্সেটাইল ঘরানার সঙ্গীতশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয় এরইমধ্যে স্টেজ শোতে বিগত কয়েক বছর গান পরিবেশন করে সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মন কেড়ে নিয়েছেন।

কিছুদিন আগেই তার কন্ঠে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার মৌলিক গান ‘ফিরবে না’। গানটি লেখা, সুর সঙ্গীত জয়ের নিজের। গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে আরো কয়েকটি নতুন মৌীলক গান নিয়ে কাজ করছেন জয়। এবারই প্রথম একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করলেন অনুপমা মুক্তি ও জয়। রাজধানীর গুলশানের ‘অল কমিউনিটি ক্লাব’-এ আয়োজিত একটি অনুষ্ঠানে তারা দু’জন সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন।

অনুপমা মুক্তি মূলত সবার অনুরোধের গানগুলোই গেয়েছেন। তারপরও উল্লেখযোগ্য গানগুলো হলো ‘প্রেম যেন মোর গোধূলী বেলা’,‘ একী সোনার আলো’,‘ সাগরের সৈকতে’,‘ ফুলের কানে ভ্রমর এসে’,‘ আমি রজনীগন্ধা ফুলের মতো’সহ আরো বহু গান। অন্যদিকে জয় মঞ্চে উঠেই তার নিজের মৌলিক গান ‘ফিরবে না’ পরিবেশন করেন। এরপর তিনি একে একে পরিবেশন করেন ভারতীয় কিছু বাংলা গান’সহ হিন্দি জনপ্রিয় কিছু গান। পুরোটা সময়ই মূলত মুক্তি ও জয় গানে গানে শ্রোতা দর্শককে মাতিয়ে রেখেছেন।

আরও পড়ুন

অনুপমা মুক্তি বলেন,‘ মূলত ক্লাবগুলোর আয়োজনে দর্শকের অনুরোধই বেশি থাকে। যে কারণে দর্শকের অনুরোধের গানই বেশি করতে হয়। তাই যে গানগুলোর কথা উল্লেখ করে বলা হয়েছে সেইগানগুলো ছাড়া আরো বহু পুরোনো দিনের বাংলা গান পরিবেশন করেছি। সবারমতো আমারও স্টেজ শোতে গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যথারীতি বৃহস্পতিবার রাতেও তেমনি হয়েছে। ধন্যবাদ আয়োজকদের।’

জয় বলেন,‘ অল কমিউনিটি ক্লাবের প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসেন, স্নেহ করেন। এর আগেও আমি অনেক আয়োজনে গান পরিবেশন করেছি। এই ক্লাবের স্টেজ-এ দাঁড়ালেই মনে হয় আমি আমার আপন নিবাসে দাঁড়িয়ে গান করছি। যথারীতি বৃহস্পতিবার রাতে যখন মঞ্চে দাঁড়িয়ে গান শুরু করি সবার মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি, তা আমাকে মুগ্ধ করে বারবার। কৃতজ্ঞতা জানাই আয়োজকদের।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্টবেলার বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত মানস বন্দ্যোপাধ্যায়

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের ড্রেনম্যান ও পাহারাদারকে গলাকেটে হত্যা

পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকায় ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন

শহীদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদল নেতা রুমির খাবার ও পানি বিতরণ

বগুড়ার ধুনটে বাড়ির রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ইউএনও অফিসে লিখিত অভিযোগ