ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

হাঁটুপানিতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়ার শেরপুরে ১ হাজার পরিবারের পানিবন্দি মানবেতর জীবন

বগুড়ার শেরপুরে ১ হাজার পরিবারের পানিবন্দি মানবেতর জীবন। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা পশ্চিমপাড়া, রহমতপুর ও রহমতপুর পূর্বপাড়া এলাকার প্রায় ১ হাজার পরিবার দীর্ঘ চার মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

পানি নিস্কাশনের দাবিতে এলাকাবাসী হাঁটুপানিতে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বর্ষা মৌসুমের শুরু থেকেই রাস্তাঘাট, এমনকি অনেকের ঘরবাড়িও পানিতে তলিয়ে আছে। টিউবওয়েল, রান্নাঘরসহ দৈনন্দিন প্রয়োজনীয় স্থান ডুবে থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪ টায় রহমতপুর গ্রামের সর্বস্থরের মানুষ হাঁটুপানিতে নেমে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে স্থানীয়ব্যাক্তি আলতাফ হোসেন, জালাল উদ্দিন, আব্দুল লতিফ, লিটন, সোহাগ, উজ্জ্বল, আসাদুল, সানোয়ার হোসেন, স্বপন, সেলিনা, আফরোজাসহ অনেকে অভিযোগ করে বলেন পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার শুরু থেকে সব রাস্তাঘাট, বাসাবাড়ি ও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে।

এতে শিশুদের স্কুল যাতায়াতে সমস্যা, মসজিদে নামাজ আদায়ে বাধা, এছাড়াও অসুস্থ রোগীদেরও সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এর আগে গত ১০ আগস্ট শেরুয়া বটতলা পূর্বপাড়ায় একই দাবিতে গ্রামবাসী মানববন্ধন করে। সেখানে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার জাহিদুল ইসলাম, মহিলা মেম্বার নাসিমা আক্তার, সাবেক মেম্বার ও যুবদল নেতা আরমান আলী, জুলাই যোদ্ধা মুজাহিদ পারভেজ, আব্দুল্লাহেল আল কাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জিন্নাহ ও ফরহাদ প্রমুখ।

আরও পড়ুন

সরেজমিনে দেখা যায় শেরপুর শহর থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণে ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরুয়া বটতলা পূর্বপাড়ার ৫ শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তা পানির নিচে ডুবে আছে। শহরতলী হলেও এখানকার মানুষ গ্রামাঞ্চলের চেয়েও অবহেলিত।

স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। প্রতিদিন শুকনা কাপড় পরে বের হলেও হাঁটুপানির কারণে তা ভিজে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়, এমনকি অনেকের ঘরে পানি ঢুকে পড়ে।

এ বিষয়ে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, এবার বেশি বৃষ্টিপাত হয়েছে। পানি নিস্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণ জরুরি। আমরা ইতিমধ্যে জরিপ করেছি, দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদল নেতার দোয়া ও কোরআনে হাফেজদের মাঝে খাবার বিতরণ  

নওগাঁর আত্রাই নদের পানি বিপৎসীমার ওপর, পানিবন্দি ৫০০ পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জে রুপালি পাটকাঠিতে আশার আলো দেখছেন চাষিরা

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত শ্রমিক দলের সাবেক সভাপতি গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত

প্রতারণার শিকার গোবিন্দগঞ্জের যুবক, বিদেশে না খেয়ে মৃত্যুর বিচার দাবি মায়ের