একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছে স্বৈরাচার সরকার : মাদ্রাসা শিক্ষাবার্ড চেয়ারম্যান

পঞ্চগড় প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশে হাজার হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। একই সময় সরকারি প্রাইমারী স্কুলের পাশাপাশি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আগের সরকারের আমলে সকল রেজিস্টার্ড স্কুল সরকারি হয়েছে। আর ইবতেদায়ী মাদ্রাসার অবস্থা কি তা বলার অপেক্ষা রাখে না।
একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য যা যা দরকার ছিল তা করেছে স্বৈরাচার সরকার। তিনি আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা জগদল দাখিল মাদ্রাসার হলরুমে সদর উপজেলার মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় চিঠির মাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছিল নতুন করে ইবতেদায়ী মাদ্রাসার কোড নম্বর দেয়া যাবে না। মাদ্রাসা বন্ধ। এর কারণ হচ্ছে ইবতেদায়ী হচ্ছে মাদ্রাসা শিক্ষার সাপ্লাই লাইন। সাপ্লাই লাইন যদি বন্ধ হয় তাহলে উপরের লাইনটিও বন্ধ হয়ে যাবে।
ইবতেদায়ী মাদ্রাসায় ছাত্র না থাকলে দাখিলে থাকবে না, আলিমেও থাকবে না, আর আলিমে না থাকলে ফাজিল কামিল থাকবে না। এটি তারা ভাল করে জানে। বিভিন্ন জায়গায় বিল্ডিং দিয়েছে এটা লোক দেখানো। উদ্দেশ্য ছিল ভবিষ্যতে ছাত্র থাকবে না তখন এই বিল্ডিংগুলোকে স্কুলে রূপান্তরিত করা হবে। এই দেশে সেই ইতিহাস আছে। বিগত সরকার এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল।
আরও পড়ুনকারণ ইসলাম এবং আলেম ওলামারই ছিল তাদের প্রধান শত্রু। তারাই তাদের জন্য ছিলেন থ্রেট। এজন্য আলেম ওলামাদের ধরে, ডান্ডা বেড়ি পড়িয়ে হাতকড়া পড়িয়ে সারাদেশে ঘুরেছে ত্রাস সৃষ্টি করার জন্য যাতে করে কেউ মাদ্রাসায় না পড়ে। এই তাদের ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মো. কামরুল হাসান, জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা ইকবাল হোসেন ও পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. মফিজউদ্দীন।
সুরিভিটা দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যর মাঝে বক্তব্য দেন জগদল দাখিল মাদ্রাসার সুপার ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, খানবাহাদুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সামাদ, কে.পি. আলিম মাদ্রাসার অধ্যক্ষ এআরএম শহিদুল ইসলাম, ঘটবর টুনিরহাট দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন