বগুড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরতলীর তেলিপুকুরে একটি পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় তানজিম (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় অপর তানজিমের সাথে থাকা অন্য আরোহী আহত হয়েছে। উভয়ের বাড়ি বগুড়া শহরের জামিন নগর এলাকায়। নিহত তানজিম পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা অনুমান ১১ টায় বগুড়া শহরের ফুলতলা এলাকায় ইলেকট্রিকের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনমাথার অদূরে অতিথি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই সৈয়দ তানজিম হোসেন (২২) নিহত হয় এবং আব্দুল্লাহ নামে অপর আরোহী আহত হয়। মুমূর্ষু অবস্থায় তানজিমকে শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুননিহত তানজিম শহরের জামিলনগর এলাকার সৈয়দ নূর মোহাম্মদের দ্বিতীয় ছেলে। আহত আব্দুল্লাহ একই এলাকার শাহিনের ছেলে।
মন্তব্য করুন