ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাসের ভেতর থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসাথে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায়।

গ্রেফতার মাদক কারবারিরা হলো- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩২), মোস্তফা মজুমদার (৩০) এবং রংপুরের কাউনিয়া উপজেলার কাজিপাড়া গ্রামের মাইদুল ইসলাম (৩২)।

অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ভূমি অফিসের সামনে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদ্দাম হোসেন ও মোস্তফা মজুমদারকে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অন্যদিকে একই স্থানে রাত ৩ টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী অপর একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে সিসা বারে যুবককে হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেপ্তার

১০৭ বছর বয়সেও নূরজাহান বেওয়া চশমা ছাড়াই পড়তে পারেন কোরআন শরিফ

জবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে আগামীকাল

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার