রংপুরের গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকের বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের রাজকীয় বিদায়ে সিক্ত হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন পারভিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মীরা এবং অভিভাবকবৃন্দ।
জানা যায়, নাসরিন পারভিন ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে গজঘন্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে ১৯৯৫ সাল থেকে কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তিনি দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা পেশা অতিবাহিত করলেন।
বিদায়ী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। তার দেওয়া পথে আমরা অনেকে প্রতিষ্ঠিত হয়েছি, তার স্মৃতি ভোলার নয়। তিনি আমাদের হৃদয়ে স্থায়ী হয়ে থাকবেন। তিনি চিন্তায় ও মননে ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি ছিলেন রাজনৈতিক বা আঞ্চলিক দলাদলির ঊর্ধ্বে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
বিদায়ী সংবর্ধনায় নাসরিন পারভিন দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। ও ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম ও শিক্ষা উন্নয়নে প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, উপজেলা প্রাইমারি এডুকেশন রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুফিয়া কামাল।
আরও পড়ুনঅত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন এর সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি শফিকুল ইসলাম চাঁদ, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে লাল গালিচা সম্মাননা ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা এবং ফুল দিয়ে সাজানো গাড়িতে বিদায় জানানো হয়। এসময় শিক্ষার্থী, শিক্ষক ও বিদায়ী শিক্ষক কান্নায় ভেঙে পড়েন।
মন্তব্য করুন