ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের আগেই জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। দেখে মনে হবে এটা হাসপাতাল নয় কোন পরিত্যক্ত ভবন। যখন তখন খুলে পড়ছে ছাদের পলেস্তারা। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকলেই শঙ্কিত অবস্থায় ডিউটি পালন করে আসছে।

সরেজমিনে পরিদর্শনকলে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের একতালা ও দু’তলার ছাদের পলেস্তারা খুলে পড়ছে। পরিবার পরিকল্পনা অফিসারের কক্ষে দেখা যায় তার মাথার ওপরে ছাদের নিচে বড় ধরনের পলেস্তারার চাপ খুলে পড়ার উপক্রম হয়ে আছে। রডে মরিচা ধরায় ঝুঁকিপূর্ণ বিম ভেঙে পড়ার আশঙ্কা। এ জায়গার অবস্থা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরপর চোখে পড়ে পুরো হাসপাতাল মূল ভবনের চিত্র সবখানে একই অবস্থা।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিস ফারহানা বলেন, সংস্কারের জন্য কর্তৃপক্ষকে বারবার চিঠি দেয়া হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গোলাম আজম জানান, সংস্কারের অনুমোদন পেলে আশা করি চলতি অর্থ বছরেই কাজটি করা যাবে। তবে এক জায়গায় সংস্কার করলে পরবর্তীতে আরেক জায়গায় খুলে পড়ে। সংস্কার করে ভালো ফল হবে না।

বদলগাছীসহ জেলার কয়েকটি হাসপাতালের অবস্থা খুবই খারাপ। পুরাতন ভবন ভেঙে নতুন করে নির্মাণ না করলে সমস্যা দূর হবে না। এ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে সিসা বারে যুবককে হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেপ্তার

১০৭ বছর বয়সেও নূরজাহান বেওয়া চশমা ছাড়াই পড়তে পারেন কোরআন শরিফ

জবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে আগামীকাল

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার