ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

দেশের কল্যাণে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে হবে : মৎস্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত,দেশের কল্যাণে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে হবে : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নতুন বাংলাদেশে স্কুল ছাত্রীরা যেন ইভটিজিংয়ের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। মেয়েদের স্কুলে যাওয়ার নিরাপত্তার বিষয়টা সবার আগে। সেটা ভিতরে বা বাহিরে হোক।

শনিবার দুপুরে পুরান ঢাকার ঢাকা সেন্ট্রাল গালর্স হাই স্কুলে আয়োজিত নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘মেয়েদের নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদদের দায়িত্ব দিতে হবে। স্কুলে যাবার পথে ছাত্রীরা যেন ইভটিজিংয়ের শিকার না হয় আমাদের নতুন বাংলাদেশে তা নিশ্চিত করতে হবে। আমাদের মেয়েদের স্বাধীনভাবে সমাজে চলাফেরার পথ সুগম করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, পরিবেশের বিষয়ে সচেতন হতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা যদি একদিন সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে সেটাও শিক্ষার অংশ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও ব্যক্তিত্ববান হয়ে নারী নির্যাতন আইন সম্পর্কে জানতে হবে। বাল্যবিবাহ নিয়ে সচেতনতা হতে হবে আমাদের নারী শিক্ষার্থীদের। আমি চাই, ‘স্কুলের মেয়েরা কলেজে যাবে, বিশ্ববিদ্যালয় যাবে, সরকার চালাবে। উপদেষ্টা বা মন্ত্রী না শুধু জাতীয়কে নেতৃত্বে দিতে হবে।’

ফরিদা আখতার বলেন, শিশুরা যখন জাতীয় সংগীত গায় তখন সবাইকে গাইতে হবে। জাতীয় সংগীত শুধু শোনার বিষয় না এটা সকলের গাওয়ার বিষয়। আমরা সেটা পরিবর্তন করব। এ সরকার গঠিত হয়েছে একটা গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে। অনেক ছেলে-মেয়েরা হাত, পা, চোখ হারিয়েছে। যারা আহত হয়েছে তাদের কষ্ট স্মরণ করলে আমার মনে হয় আগামী বাংলাদেশ কোনোভাবে খারাপ হবে এটা কেউ চাই না। 

ফরিদা আখতার আরও বলেন, এ স্কুলটা একটি ঐতিহ্যবাহী স্কুল। বেগম রোকেয়া সাখাওয়াত স্কুলে নারী শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রথমে পাঁচজন। ওই সময় মেয়েদের স্কুলে যাওয়া অনেক কঠিন ছিল। তোমরা সেই বাধা পেরিয়ে এসেছো। শুধুমাত্র বই পড়লে হবে না সাংস্কৃতিক চর্চা করতে হবে। এখন তো বই এবং ইতিহাস পরিবর্তন হয়। তোমরা স্কুল শিক্ষকদের সাথে কথা বলে সঠিকটা শিখবে। শিক্ষক-শিক্ষার্থীদের দেশ সম্পর্কে সঠিক তথ্য জানানোর আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমাদের মন্ত্রণালয় শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করে। একজন মানুষ দৈনিক ২০০ গ্রাম গড়ে মাংস খায়। আবার অনেকে আছে সপ্তাহে, মাসেও একবার খায় না। কাজে আমাদের মাংস উৎপাদন বাড়াতে হবে। মাছের দিক থেকে আমরা একটু ভালো অবস্থানে আছি। মাছ একটু কম দামে বাজারে পাওয়া যায়। ডিম উৎপাদন বাড়াতে হবে আমাদের। দিনে এখন ৬ কোটি ডিম উৎপাদন হয় কিন্তু তা যথেষ্ট নয়। একজন মানুষ বছরে ১৩৬টা ডিম খায় কিন্তু সু-স্বাস্থ্যের জন্য আরও বেশি খাওয়া প্রয়োজন। 

তিনি বলেন, লেখাপড়া করতে হলে আমাদের পুষ্টির ছেলে-মেয়েদের দিকে নজর দিতে হবে। পড়ালেখার জন্য পুষ্টিকর খাবার অনেক বেশি প্রয়োজন। পরিবারের প্রতি আহ্বান এটা কষ্টকর হলেও নিশ্চিত করতে হবে। ছেলে-মেয়ে উভয়কে পুষ্টিকর খাবার দিতে হবে। বৈষম্যমুক্ত বাংলাদেশে আমাদের মেয়েরা যেন পরিবারের খাবারে বৈষম্যের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, শিক্ষা এমন এক আলো যা অন্ধকারকে আলোকিত করে তুলে। আমাদের নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে হবে দেশের কল্যাণের জন্য। আগামীতে এখান থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে উঠবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস

বগুড়ার সারিয়াকান্দিতে নদীবন্দরের কাজ এগিয়ে সম্ভাব্যতা যাচাই করছে সার্ভে জাহাজ

নরসিংদীতে চাঁদা না দেয়ায় কারখানায় হামলা, আহত ৩

বগুড়ার আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান কালাম গ্রেফতার

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ১১ প্রবাসী গ্রেপ্তার