নরসিংদীতে চাঁদা না দেয়ায় কারখানায় হামলা, আহত ৩

নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক কারখানার মালিককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার টাওয়াদি পুকুর পাড় নাবিলা ট্রেক্সটাইলে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- নাবিলা ট্রেক্সটাইল এর মালিক মেহেদী হাসান ইমন, শ্রমিক রমজান ও সুজন। এসময় তাদের এলোপাথাড়ি মারপিট করা হয়। নষ্ট করে দেয়া হয় কারখানার ২ লক্ষাধিক টাকার সুতা সহ মূলবান জিনিসপত্র।
আহত নাবিলা ট্রেক্সটাইল এর মালিক মেহেদী হাসান ইমন বলেন, বেশ বিছুদিন যাবৎ এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাগর ও তার বন্ধু আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে সাগর ও দুবাই দুই জন কারখানায় গিয়ে কর্মরত তাঁতিদের মারপিট শুরু করেন। এসময় কারখানার শ্রমিকরা তাদের নিভৃত করতে চাইলে সুজন ও রমজান নামে দুই শ্রমিককে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে আমি সেখানে ছুটে এলে সন্ত্রাসীরা আমাকেও মারপিট শুরু করেন এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে। পরে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুনখবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে হামলার দৃশ্য সিসি টিভি ফুটেজে ধরা পরে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগও পেয়েছি। বিষটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন