ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে ঋণের দায়ে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে নিজের পানের বরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা ঋণ নেন। সেই চাপে সোমবার সকাল সাড়ে ৬টায় নিজ পানের বরজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে কৃষক আকবর হোসেন ঋণের দায়ে আত্মহত্যা করছেন। তার লাশ উদ্ধার করে মায়তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণটি আরো নিশ্চিত হয়ে যাবে।

আরও পড়ুন

এর আগে গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল নামের এক কৃষক দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলআবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ ,বিক্ষোভ করছেন চাকরিচ্যুত শিক্ষকরা

আর্সেনালের কাছে প্রথম ম্যাচেই হার ম্যানইউ’র

গাজায় একদিনে অনাহারে ৭ জনসহ আরও ৪৭ জনকে হত্যা

কুষ্টিয়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

উমামা ফাতেমার স্বতন্ত্র প্যানেলের ঘোষণা আগামীকাল