ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া জাকারিয়া শিবিরের প্যানেলে

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া জাকারিয়া শিবিরের প্যানেলে, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সেই প্যানেলে এবার আলোচনায় এসেছেন সাখাওত জাকারিয়া। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পুরো ক্যাম্পাসে সাড়া ফেলেছিলেন। এবার তিনি শিবিরের ঘোষিত প্যানেলে ‘মানবাধিকার ও আইন সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাখাওয়াত জাকারিয়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিজয় একাত্তর হলের আবাসিক এবং শুরু থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছেন। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ায় তার নাম অনেকের মুখে মুখে ঘুরেছে দীর্ঘদিন। সেই মেধাবী শিক্ষার্থীর রাজনীতির ময়দানে নাম লেখানো এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শিবিরের ঘোষিত প্যানেলে জাকারিয়ার পাশাপাশি আরও কয়েকজন আলোচিত নাম রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য জুলাই মাসে চোখ হারানো শিক্ষার্থী জসিম খান। আহত জসিমকে অন্তর্ভুক্ত করায় সংগঠনটি বলছে, তারা এবার একটি “ইনক্লুসিভ” বা সর্বগ্রাহী প্যানেল গঠন করেছে, যেখানে ভিন্ন ভিন্ন পটভূমি ও অভিজ্ঞতার শিক্ষার্থীদের জায়গা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শিবিরের একাধিক সূত্র জানিয়েছে, এ প্যানেল তৈরির ক্ষেত্রে তারা বিশেষভাবে মেধা, ত্যাগ এবং ভিন্ন সামাজিক-অবস্থান থেকে আসা শিক্ষার্থীদের বিবেচনায় রেখেছে। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া জাকারিয়ার অন্তর্ভুক্তি তাদের জন্য গৌরবের বিষয় বলে উল্লেখ করছে সংগঠনটির নেতারা। তাদের দাবি, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হলে শুধু রাজনীতিতে সক্রিয়তা নয়, একাডেমিক সাফল্য এবং সামাজিক অবদানও গুরুত্বপূর্ণ—এ কারণেই জাকারিয়ার মতো শিক্ষার্থীকে সামনে আনা হয়েছে।

এদিকে ক্যাম্পাসে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, মেধাবী শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ ইতিবাচক দিক। তবে অন্য একটি অংশ বলছে, শিক্ষায় অসাধারণ সাফল্য থাকা সত্ত্বেও বিতর্কিত ছাত্রসংগঠনের প্যানেলে জায়গা নেওয়া প্রশ্নের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু সরকার গ্রেফতার

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যায় কথিত স্বামীর যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

জেলেনস্কি চাইলে মুহূর্তেই যুদ্ধ বন্ধ করতে পারেন: ট্রাম্প