ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল চূড়ান্ত, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) আসন্ন নির্বাচনে নিজেদের আংশিক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৮ আগস্ট) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির হয়ে এ প্যানেল ঘোষণা করে সংগঠনটি।

প্যানেলের ভিপি পদে মনোনয়ন পেয়েছেন শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।  সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি এস এম ফরহাদ । সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খান জসীম—যিনি গত বছরের জুলাইয়ে চোখ হারান। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন বর্তমান অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক পদে রয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।

আরও পড়ুন

প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্য সেন হলের সাবেক আবাসিক। তাঁর বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। অন্যদিকে জিএস প্রার্থী এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কবি জসীম উদ্দিন হলের আবাসিক। তিনি ২০২২-২৩ সেশনে ওই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতির দায়িত্বও পালন করছেন। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভিড় করছেন প্রার্থীরা। আজই বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলও তাদের প্যানেল ঘোষণা করবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলআবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ ,বিক্ষোভ করছেন চাকরিচ্যুত শিক্ষকরা

আর্সেনালের কাছে প্রথম ম্যাচেই হার ম্যানইউ’র

গাজায় একদিনে অনাহারে ৭ জনসহ আরও ৪৭ জনকে হত্যা

কুষ্টিয়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

উমামা ফাতেমার স্বতন্ত্র প্যানেলের ঘোষণা আগামীকাল