ভিডিও মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, তদন্ত কমিটি গঠন

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, তদন্ত কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম নিতে গেলে একদল ছাত্রী তাদের বাধা দেন এবং উপস্থিত জনতাকে উসকে দিয়ে শারীরিক নির্যাতনের চেষ্টা চালান বলে অভিযোগ করেছে ছাত্রদল। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার প্রকৃত সত্য উদঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী এবং সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী। কমিটিকে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করে বলেন, “সকাল থেকেই আনন্দমুখর পরিবেশে আমাদের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছিলেন। বিকেল চারটার দিকে আমাদের নারী নেত্রীদের সঙ্গে সাধারণ ছাত্রীদের নিয়ে ফরম সংগ্রহ করতে গেলে উগ্র একটি গোষ্ঠী তাদের বাধা দেয়। পরে তারা জনতাকে উসকে দিয়ে আমাদের ছাত্রীদের মানসিকভাবে হেনস্তা করে এবং শারীরিক নির্যাতনের চেষ্টা চালায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার

জবি রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত