ভিডিও মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

দাম কৃষকের নাগালের বাহিরে

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় চলতি আমন মৌসুমে হাটে-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি লক্ষ্য করা গেছে। তবে জাতভেদে প্রতি পোণ (২০ গন্ডা) ৩০০-৩৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। তুলনামূলক হারে ধানের চারার দাম বেশি হওয়ায় চারা সংগ্রহে কৃষক হিমশিম খাচ্ছেন।

উপজেলা কৃষি-সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় ৪৮০ হেক্টর জমিতে বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর জমিতে আমন ধানের বীজ বেশি বপণ করা হয়েছে। ওই উপজেলায় মোট ৪৯০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। কৃষক আমন ধানের হাইব্রিড, উফশীসহ বিভিন্ন জাতের ধানের চারা রোপণ করেছেন।

আজ সোমবার (১৮ আগস্ট) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বীজতলা থেকে চারা তুলে হাটে-বাজারে নিয়ে যেতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন হাটে প্রতি পোণ আমন ধানের চারা জাতভেদে ৩০০-৩৫০ টাকা দরে বেচাকেনা করছেন কৃষক। প্রতিটি হাট-বাজারে ধানের চারার প্রচুর আমদানি লক্ষ্য করা গেলেও দাম ছিল কৃষকদের নাগালের বাহিরে।

আরও পড়ুন

তবে উঁচু এলাকাগুলোতে আমন ধানের বীজতলার সংখ্যা বেশি হলেও ধানের চারার দাম সকল এলাকায় একই রকম দেখা গেছে। এই দ্রব্যমূল্যের বাজারে ধানের চারা কিনতে কৃষককে হিমশিম খেতে দেখা যাচ্ছে। এ বিষয়ে মহব্বতের পাড়া এলাকার কৃষক তুহিন মিয়া বলেন, এবার তিনি ৬ বিঘা জমিতে আমন ধান রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে প্রায় সাড়ে চার হাজার টাকার চারা কিনতে হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, চলতি বছর উপজেলায় ৪৮০ হেক্টর জমিতে বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বপণ করা হয়েছে ৪৯০ হেক্টর জমিতে। আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৬৫০ হেক্টর, যা গত বছর ছিল ৯ হাজার ৬২০ হেক্টর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার

জবি রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত