রংপুরের কাউনিয়ায় সাবেক মন্ত্রী টিপু মুনশির পিএস লাভলু গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ আগস্ট) তাকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লাভলু মিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের তইবুল খাঁর ছেলে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হারাগাছ থানা পুলিশের সহায়তায় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল মদামুদন গ্রামে অভিযান চালায়। এসময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো: লাভলু মিয়াকে আটক করে। সেখান থেকে আটক লাভলু মিয়াকে কোতয়ালী থানায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তিনি কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলার আসামি।
আরও পড়ুনরংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ পরিদর্শক (ওসি) আতাউর রহমান বলেন, রংপুর মহানগরে ইসকনের ঘটনায় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দায়ের হওয়া ১৮ নম্বর মামলার এজাহারনামীয় ২৯ নং আসামি লাভলু মিয়া। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন