আগামী জাতীয় নির্বাচন সময়মত না হলে দেশে আবারো গণতন্ত্র ও ভোটের অধিকার বিপন্ন হবে-দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্ত্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সময়মত না হলে দেশে আবারো গণতন্ত্র ও ভোটের অধিকার হারিয়ে যাবে। যে রক্ত দিয়ে স্বৈরাচার উৎখাত করে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনা হয়েছে সেই রক্তের সাথে কেউ যাতে বেঈমানী করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সর্তকতার সঙ্গে বক্তব্য দিতে হবে, যাতে দেশে ফ্যাসিবাদ পুর্নবাসনের সুযোগ না পায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরআগে এ উপলক্ষে শহরের আলাইপুর দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি কানাইখালী পুরাতন বাস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নাটোর জেলা শাখার আহবায়ক সানোয়ার হোসেন তুষার। অনুষ্ঠানে দুলু বলেন, বিএনপি এ দেশের মানুষের বিশ্বাস ভালোবাসা অর্জন করেছে। বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে সাধারণ মানুষ যেভাবে ভালোবাসে অন্য দলগুলোকে সেই ভাবে ভালোবাসে না। বিএনপিকে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের নেতারাও বিশ্বাস করে। এছাড়া তারেক রহমান পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাজনীতি করেন। আর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়াসহ সারা পৃথিবীতে অন্যতম রাষ্ট্র হিসেবে পরিণত হবে।
আগামী দিনে তারেক রহমান খালেদা জিয়ার মত সমকক্ষ নেতৃত্ব বাংলাদেশ আর তৈরি হবে না। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউল রহমান খাল খননের মাধ্যমে দেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকে আমরা বিশ্বাস করি খালেদা বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আগামী দিনের গনতন্ত্রকে সমুন্নত রাখবে।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সদস্য সচিব জহিরুল ইসলাম জহির প্রমুখ।
আরও পড়ুন
মন্তব্য করুন