ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মহিউদ্দিন ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।  

মারা যাওয়া দুই শিশু বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬) একই বাড়ির কুয়েত প্রবাসী বেলাল হোসেনের মেয়ে । 

স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন এক সঙ্গে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। এক পর্যায়ে বড় বোন অহি পুকুর ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। পরে দুই বোনকে পুকুরে ভাসতে দেখে তাদের এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা প্রিন্স চৌধুরী ও মাসুদ বলেন, প্রবাসী বেলালের দুই মেয়ের করুণ মৃত্যুর খবরের পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রবাসী বেলাল কুয়েতে থাকেন। ঘটনা শুনে তিনি বাড়িতে ফেরার জন্য বিমানে চড়েছেন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের ঘাটলায় বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক”-এর চিত্র প্রদর্শনীতে আমিনুল হক

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

মামলা ও নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন: নুর

ফিলিস্তিন রাষ্ট্র হবে না : ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী