বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ

বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি এবং উত্তাল ঢেউয়ের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরের দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে যেকোনো ধরনের নৌ-দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুনহাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মন্তব্য করুন