ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে সিপিএলে নাম লেখালেন রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান।

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে একরকম ব্রাত্যই হয়ে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান। এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার। তবে দলে না থাকলেও আশা ছাড়ছেন না অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। দলে ফিরতে লড়াই চালিয়ে যাবেন তিনি। এরই অংশ হিসেবে প্রথমবারের মত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার।  এশিয়া কাপ ২০২৫-এর জন্য ঘোষিত পাকিস্তান দলে নাম না থাকলেও বসে থাকেননি মোহাম্মদ রিজওয়ান। সিপিএলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে খেলবেন তিনি।

দলটির অফিশিয়াল এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট থেকে রিজওয়ানকে স্বাগত জানিয়ে বলা হয়, “প্যাট্রিয়টসে স্বাগতম, মোহাম্মদ রিজওয়ান। আপনি একজন প্রমাণিত পারফর্মার। এবার চলুন একসাথে বিশেষ কিছু করি!”

এখন পর্যন্ত সিপিএলের চলতি আসরে ভালো সময় কাটেনি প্যাট্রিয়টসদের। প্রথম চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে দলটি। টেবিলের চতুর্থ স্থানে আছে তারা, সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। আগামী ২২ আগস্ট বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে প্যাট্রিয়টস। সে ম্যাচেই রিজওয়ান অভিষেক করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এটা হতে যাচ্ছে রিজওয়ানের সিপিএলে প্রথম অংশগ্রহণ। তিনি এখন প্যাট্রিয়টসদের দলে তৃতীয় পাকিস্তানি খেলোয়াড় হিসেবে নাম লেখালেন। এর আগে দলে যোগ দিয়েছেন নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। রিজওয়ান আসছেন আফগানিস্তানের ফজল হক ফারুকীর বদলি হিসেবে, যিনি বর্তমানে জাতীয় দলের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন

৩৩ বছর বয়সী রিজওয়ানের রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। পাকিস্তানের হয়ে ১০৬ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে করেছেন ৩,৪১৪ রান। গড় ৪৭.৪১, স্ট্রাইক রেট ১২৫.৩৭। করেছেন একটি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরি, সর্বোচ্চ রান অপরাজিত ১০৪। উইকেটের পেছনে নিয়েছেন ৫৫টি ক্যাচ ও করেছেন ১২টি স্টাম্পিং।

সিপিএলে রিজওয়ানের আগমন নিঃসন্দেহে প্যাট্রিয়টসদের জন্য বড় এক প্রাপ্তি। এখন দেখার পালা, এই অভিজ্ঞ তারকা কীভাবে দলকে টুর্নামেন্টের বাকি অংশে পথ দেখান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা