ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

আখতার হোসেন

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে  হবে সরকারকে-আখতার হোসেন

রংপুর জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার নির্বাচনের যে সময়সীমা দিয়েছে, সরকার সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নিত করা এবং মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।  যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন সে সব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু জাতীয় সংসদ নির্বাচন চায়। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণ পরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।

বৃষ্টি উপেক্ষা করেই আখতার হোসেন হারাগাছ-কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন এলাকায় বিচার, সংস্কার, গণ পরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। এসময় মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর সুমন, জেলার যুগ্ম সমন্বয়কারী এন.আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা