ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬  কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে জবিরিইউ কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল  ৫ টায় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের উপস্থিতিতে  কনফারেন্স রুমে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি  অমৃত রায়ের  সভাপতিত্বে সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন উম্মে রাহনুমা রাদিয়া। 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন 'জবাবদিহিতার আওতায় আনার জন্য জবি রিপোরটার্স ইউনিটির সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।  কোন তথ্য ভালোভাবে যাচাইকরে নিউজ করার আহবান।হোক সে শিবির,ছাত্রদল বা অন্যকিছু সেটা কোন ব্যাপার না। ৫ ই আগস্ট পটপরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অনেক।'

রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা রিসাত রহমান স্বচ্ছ বলেন," একটা  সময় বলা হতো ক্যাম্পাসে কাকের চেয়ে সাংবাদিকদের সংখ্যা বেশি তবে এখন এই কটুক্তি করা হয় না।  বলা হয় আন্দোলনের সময় সবাই যখন চলে গেছিলো তখন আমাদের সাংবাদিক শশী ও এনামুল অনন্য ভূমিকা পালন করছে। "

সহকারী  প্রক্টর মাহাদী হাসান জুয়েল বলেন," কোন সাংবাদিক গ্রুপ যদি কোন ভালো নিউজ আগে প্রকাশ করে ফেলে তাহলে অন্য সাংবাদিকরা এটা প্রকাশ করতে চায় না। আমি পরামর্শ দিবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল  সম্পূর্ণ বিষয়ে জেনে নিউজ করার অনুরোধ।

ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবাদপত্র অনেক ভূমিকা পালন করে সেই হিসেবে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা অনন্য। '

আরও পড়ুন

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন,"সত্য এবং বস্তুনিষ্ট ও নির্দলীয়ভাবে সংবাদ উপস্থাপনা করে আমাদের সার্বিক প্রচারণা করছে। রিপোর্টার্স ইউনিটির জন্য একটি বড় রুম দেওয়ার অনুরোধ উপাচার্যের কাছে।"

বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শাহিন মিয়া বলন,"সাহসের সাথে নেতৃত্ব দিয়ে আপসহীন ভাবে রিপোর্টার্স ইউনিটি যেভাবে কাজ করেছে সে ধারাবাহিকতা ধরে রাখবে সেই প্রত্যাশা করি।"

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন,"ছাত্রসংগঠনগুলোর রিফর্ম করার জন্য তাদের সম্পর্কে লেখালেখির আহবান এবং ক্যাম্পাসের  দূর্নীতি প্রকাশ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অনন্য পর্যায় নিয়ে যাওয়া।"

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন," সত্যকে সত্য হিসেবে প্রকাশ এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে আখ্যায়িত করার আহবান। সত্যের পক্ষে ঢাল হিসেবে কাজ করবে।অতিরঞ্জিতভাবে কারোর বিরুদ্ধে কোন কিছু না করার অনুরোধ।"

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট  জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স   ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত  হয়।  কমিটির সভাপতি নির্বাচিত হন স্বদেশ প্রতিদিনে মো: জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক নাগরিক টিভির মো: জাহিদুল হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা