ভিডিও বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

যখন বড় পরিচালকরা আমার সঙ্গে কাজ করবেন না, তখন ছেলের পরিচালনায় কাজ করব-শাহরুখ খান

যখন বড় পরিচালকরা আমার সঙ্গে কাজ করবেন না, তখন ছেলের পরিচালনায় কাজ করব-শাহরুখ খান

বিনোদন ডেস্ক ঃ বলিউডের কিং খান শাহরুখ আবারও ভক্তদের হৃদয় ছুঁয়েছেন।

নিজের আসন্ন ছবি কিং-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে সম্প্রতি বড় অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। হাতে ব্যান্ডেজ ও আর্ম স্লিং নিয়েই হাজির হলেন পুত্র আরিয়ান খানের নতুন ওয়েব সিরিজের অনুষ্ঠানে।সেখানে দাঁড়িয়েই একদিকে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন, অন্যদিকে আবেগভরা কণ্ঠে ছেলেকে দর্শকের ভালোবাসা দেওয়ার অনুরোধ করলেন তিনি।

শাহরুখ বলেন, একটু বড় অস্ত্রোপচারই হয়েছে। পুরোপুরি সেরে উঠতে এক দুই মাস সময় লাগবে। এ সময় রসিকতা করতেও ভোলেননি বাদশা। বললেন, ‘এমনিতে তো আমি অনেক কাজই এক হাতে করি-খাওয়া, দাঁত মাজা, এমনকি চুলকোনোও। তবে সমস্যাটা হচ্ছে, ভক্তদের সামনে সেই চেনা ভঙ্গিতে দুই হাত মেলে ধরতে পারছি না।

তাঁর এই মন্তব্যে হাসিতে মেতে ওঠে অনুষ্ঠানস্থল। তবে এদিনের আসল আবেগ ধরা দেয় সন্তানের প্রসঙ্গে।

দর্শকের উদ্দেশে শাহরুখ বলেন, ‘আমাকে যেমন ভালোবেসেছেন, আমার পুত্রকেও তেমন ভালোবাসবেন। আজ ওর জীবনের বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে ওর প্রথম পদক্ষেপ। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার ভাগটা ওকেও দেবেন, দয়া করে।

আরও পড়ুন

এই মঞ্চেই শাহরুখ আরেকটি মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। বয়স এখন ৬০ ছুঁইছুঁই, তাই নায়ক মনে করেন এক সময় হয়তো তাঁকে আর সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হবে না।

সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের আস্থা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।

ছেলের অভিষেক প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, ‘আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে, সেটি গর্বের ব্যাপার। এই গল্পে যেমন তীক্ষ্ধসঢ়;ণতা আছে, তেমনি আত্মসচেতনতা। আমি বিশ্বাস করি, দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন, তেমনি উপভোগ করবেন এর স্টাইলও।

উল্লেখ্য, আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজের ঝলক ইতিমধ্যেই দর্শকের দৃষ্টি কেড়েছে। সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান। তাই বাবা-মা ও ছেলের একসঙ্গে মঞ্চে উপস্থিতি দর্শকদের জন্য হয়ে ওঠে বিশেষ এক মুহূর্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা