ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলার বুলবুল বাড়ির আঙ্গিনায় বস্তায় সবজি চাষ করে অন্য কৃষকদের কাছে অনুকরণীয়

বগুড়ার সোনাতলার বুলবুল বাড়ির আঙ্গিনায় বস্তায় সবজি চাষ করে অন্য কৃষকদের কাছে অনুকরণীয়। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বাড়ির আঙ্গিনায় বস্তায় মরিচ, বেগুন, আদা, হলুদ, লাউ, করলা, ঝিঙ্গা চাষ করে অন্য কৃষকদের কাছে অনুকরণীয় হয়েছেন সোনাতলার গোলাম সোবহানী বুলবুল। বিষমুক্ত বাগানের সবজি মেটাচ্ছে পারিবারিক চাহিদা। এমনকি নিজেদের চাহিদা মেটানোর পর আত্মীয়-স্বজনের বাড়িতে সরবরাহ করা হচ্ছে ওই বিষমুক্ত বাগানের সবজি।

সোনাতলা পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের দ্বিতীয় ছেলে গোলাম সোবহানী বুলবুল। তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি শেষে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করার পর তিনি গ্রামের বাড়িতে এসে বিভিন্ন ধরনের ফসল, সবজি, বীজ উৎপাদন কাজে মনোনিবেশ করেন। বছর দুয়েক আগে তার বাড়ির আঙ্গিনায় বস্তায় মরিচ, বেগুন, আদা, হলুদ, লাউ, করলা, ঝিঙ্গা চাষ শুরু করেন।

এ বিষয়ে গোলাম সোবহানী বুলবুল বলেন, সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পর অবশিষ্ট জীবন এলাকার কৃষকদের সাথে কাটানোর জন্য তিনি গ্রামে ফিরে আসেন। এরপর থেকে শুরু করেন বিভিন্ন ধরনের ফসল, সবজি ও বীজ উৎপাদন। তিনি আরও বলেন, বাড়ির আঙ্গিনায় বস্তায় সবজি চাষ করে বাজার থেকে পারিবারিক চাহিদা মেটাতে এখন আর তাকে কোন সবজি কিনতে হয় না। এতে করে বাড়তি কোন খরচ নেই বললেই চলে।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, ওই কৃষক এখন শুধু আমাদের সোনাতলায় নয়, গোটা দেশের মানুষের কাছে অনুকরণীয়। অবসর জীবনে এবারও তিনি চলতি আমন মৌসুমে ১১০ বিঘা জমিতে বিভিন্ন জাতের উন্নত ধান চাষ করেছেন। তিনি অন্য কৃষকদের কাছে এখন অনুকরণীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : সাবেক সচিব - আ.বারী

পাবনার সুজানগর পৌর বাজারে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

চাঁদাবাজমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই - মুজিবুর রহমান

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে বিএনপি-জামায়াতসহ ২৩ দল

বগুড়ার গাবতলীতে জিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত