ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে সুপারির দাম বেড়েছে বিপাকে পান বিলাসী ও ব্যবসায়ীরা

গাইবান্ধার পলাশবাড়ীতে সুপারির দাম বেড়েছে বিপাকে পান বিলাসী ও ব্যবসায়ীরা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন হাটবাজারে বেড়েছে সুপারির দাম। এতে পান বিলাসী ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। উপজেলার বিভিন্ন হাটবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক বছর আগে সিঙ্গাপুরী সুপারির পাইকারি বাজার দর ছিল ৫৪০ টাকা এবং খুচরা দর ছিল ৬শ’ টাকা।

কাঁচা সুপারির পাইকারি বাজার দর ছিল ৩৬০ টাকা এবং খুচরা দর ছিল ৪শ’ টাকা। বর্তমানে দাম বেড়ে সিঙ্গাপুরী সুপারির পাইকারি বাজার দর প্রতি কেজি ৮৫০ টাকা এবং খুচরা দর ৯শ’ টাকা। আর কাঁচা সুপারির পাইকারি বাজার দর ৬৫০ টাকা এবং খুচরা ৬৭০ টাকা।

কালিবাড়ী বাজারের এক ব্যবসায়ী জতিন বলেন, ডলারের দামের সাথে সাথে সিঙ্গাপুরী সুপারির দামও বেড়ে যায়। দেশি কাঁচা সুপারির দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কাঁচা সুপারির চাহিদা বেশি। পাইকাররাও বেশি দামে কিনে আনে তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হয়।

আরও পড়ুন

পান সুপারি খাওয়ার অভ্যাস আছে এমন কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, অভ্যাস হয়ে গেছে তাই পান সুপারি ছাড়া চলা যায় না। সুপারির দাম যতই বাড়ুক খেতেই হবে। অনেকেই আবার বলেন, দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় পান খাওয়া কমিয়ে দিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় নার্সারিতে সরকারি নিষেধাজ্ঞার পরও আকাশমনি চারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

পাবনায় শোরুমে জুয়ার আসর, আটক ৯