ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

র‌্যাব-১৩’র অভিযানে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

সংগৃহিত,র‌্যাব-১৩’র অভিযানে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র‌্যাব-১৩’র অভিযানে পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, আসামিগণ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় এবং চাঁদাবাজির সহিত জড়িত থাকার ঘটনায় ভিকটিম জাবেদ উমর জয় এবং তার বন্ধুগণ প্রতিবাদ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ৬ আগষ্ট রাতে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের পেটে এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো ছোরা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমের এই অবস্থা দেখে স্থানীয় লোকজন ভিকটিমকে আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড়ে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট রাতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সিপিসি-১, দিনাজপুরের যৌথ আভিযানিক দল বড় মাঠ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ নূর রাব্বী (২৬), মোঃ আবু তালেব (২৫), মোঃ কামাল হোসেনকে (৪০) গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে কার্যক্রমের জন্য ধৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় নার্সারিতে সরকারি নিষেধাজ্ঞার পরও আকাশমনি চারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

পাবনায় শোরুমে জুয়ার আসর, আটক ৯