ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

বিএনপির ৩১ দফার লিফলেট জনগণের হাতে তুলে দিচ্ছেন ডা. ইউনুছ

বিএনপির ৩১ দফার লিফলেট জনগণের হাতে তুলে দিচ্ছেন ডা. ইউনুছ

বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১দফা কর্মসূচির লিফলেট বিতারণ অব্যাহত রেখেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মো. ইউনুছ আলী।

শনিবার (১৬ আগস্ট) জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিজ উদ্যোগে ওই লিফলেট জনগণের মাঝে তিনি বিতরণ করেন।

ডা. মো. ইউনুছ আলী বিশিষ্ট কার্ডিওলজিস্ট সহযোগী অধ্যাপক। চিকিৎসকদের সংগঠন ড্যাবের সাবেক কেন্দ্রীয় নেতা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী- কচাকাটা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। শনিবার বিএনপির এবং এর অঙ্গ-সহযোগী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন ডা. ইউনুছ আলী। এসময় সাধারণ মানুষও তাকে স্বাগত জানান।

লিফলেট বিতারণকালে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ইউনুছ আলী বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রস্তাবকে দেশ ও জনগণ আশার আলো হিসেবে দেখছেন। এর আগে তিনি ১৫ আগস্ট নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন

এছাড়া ১৫ আগস্ট নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ডা. ইউনুছ আলী। প্রতিটি প্রতিষ্ঠানে তিনি প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা। সহশিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তার আশ্বাস তিনি দেন।

বালাটারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে ডা. ইউনুছ আলী বলেন, শিক্ষা উন্নয়ন ছাড়া কোনো সমাজের অগ্রগতি সম্ভব নয়। আমরা সবাই মিলে শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় নার্সারিতে সরকারি নিষেধাজ্ঞার পরও আকাশমনি চারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

পাবনায় শোরুমে জুয়ার আসর, আটক ৯