ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

তরুণীরা কেন আকৃষ্ট হন বয়স্ক পুরুষদের প্রতি?

তরুণীরা কেন আকৃষ্ট হন বয়স্ক পুরুষদের প্রতি?

লাইফস্টাইল ডেস্ক : বর্তমান সমাজে বয়স্ক পুরুষদের প্রতি নারীদের আকর্ষণের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গবেষণা রিপোর্ট এমনটাই বলছে। তরুণীরা কেন আকৃষ্ট হন বয়স্ক পুরুষদের প্রতি? কারণগুলো শুধু অভিজ্ঞতাতেই থেমে নেই অনেকেই লক্ষ্য করেছেন অনেক তরুণী এমন পুরুষের প্রতি আকৃষ্ট হন, যিনি বয়সে অনেকটাই বড়, কখনো কখনো এমনকি বাবার বয়সীও। প্রশ্ন জাগে এটা কি কেবল অভিজ্ঞতা থেকে আসা আকর্ষণ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর মানসিক ও সামাজিক কারণ?
 
 বয়সের ব্যবধান একটি সম্পর্কের গতিপথকে প্রভাবিত করতে পারে। যদিও সমাজে অনেকেই বলেন “বয়স তো কেবল একটা সংখ্যা”, তবে মনস্তত্ত্ব বলছে, বয়সের সঙ্গে আসে মানসিক পরিপক্বতা, দায়িত্ববোধ এবং স্থিতিশীলতা, যা অনেক নারীর কাছে আকর্ষণীয়।
 
বয়স্ক পুরুষরা জীবনের অনেক ওঠানামা পেরিয়ে এসেছেন। এ অভিজ্ঞতাই তাদের করে তুলেছে আত্মবিশ্বাসী ও স্থিরচেতা। তরুণীদের অনেকেই এই অভিজ্ঞতাকেই নিরাপত্তা এবং দিকনির্দেশনার প্রতীক হিসেবে দেখেন।
 
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে দায়িত্ববোধ গড়ে ওঠে। বয়স্ক পুরুষরা সাধারণত জীবনের লক্ষ্য ও ক্যারিয়ার নিয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছে যান। এমন স্থায়িত্ব অনেক নারীর কাছে একধরনের আশ্বাস একটি স্থির ও পরিকল্পিত জীবনের প্রতিচ্ছবি।
 
জৈবিক ও মানসিক প্রভাবও বয়স্ক পুরুষের প্রতি নারীকে আকৃষ্ট করে। গবেষণা বলছে, নারীদের মানসিক গঠনে এমন একধরনের প্রবণতা আছে, যা তাদের এমন সঙ্গীর দিকে টানে—যিনি ভবিষ্যৎ সন্তান, পরিবার এবং সম্পর্ককে নিরাপত্তা দিতে পারেন। এটি প্রাকৃতিক নির্বাচনের একটি দিক।
 
হরমোনাল দিক থেকেও তরুণ নারীরা অনেক সময় এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হন, যারা বেশি পরিণত, স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী।আর শৈশবে বাবার প্রতি যে নির্ভরতা ও সুরক্ষার অনুভব তৈরি হয়, অনেক নারীর মধ্যে সেই ‘পিতৃসুলভ আচরণ’-এর প্রতি আকর্ষণ তৈরি হয়। এ ধরনের পুরুষদের প্রতি আকর্ষণ অনেক সময় অবচেতনে গড়ে ওঠে।
 
সিনেমা, সাহিত্য ও গণমাধ্যমে বয়সে বড় পুরুষ ও তরুণীর সম্পর্ক বারবার রোমান্টিকভাবে উপস্থাপিত হয়েছে। এর মাধ্যমে একটি 'আকর্ষণীয় সম্পর্ক' মডেল তৈরি হয়েছে, যা বাস্তব জীবনেও অনেকের মনোজগতে প্রভাব ফেলেছে।
 
 বাস্তব অভিজ্ঞতা এই ধারণাকে আরও জোরালো করে।একজন তরুণী এ বিষয়ে জানান, “বয়স্ক পুরুষদের মধ্যে একটা পরিণত ভাব থাকে। তারা হুট করে সিদ্ধান্ত নেয় না, বরং প্রতিটি বিষয় ভেবেচিন্তে করে।”অন্যজন বলেন, “তারা কঠিন পরিস্থিতি সামলাতে জানে। এটা আমার মধ্যে একধরনের সুরক্ষা ও নিশ্চয়তার অনুভূতির জায়গা তৈরী করে।”
 
কিন্তু, এর বিপরীত দিকও রয়েছে। বয়সের ব্যবধান কখনো কখনো মানসিকতা বা জীবনযাত্রার পার্থক্য তৈরি করতে পারে। সময় ব্যবস্থাপনা, মতবিরোধ বা পারস্পরিক বোঝাপড়ায় সমস্যা তৈরি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সাপাহারে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা নারী খুন

শিকড় থেকে শিখরে

‘নির্বাচন এলে তারা ধার্মিক সাজে, ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়’

প্রাণ-প্রকৃতি আর ঐতিহ্যের বগুড়া

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশাল থেকে গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে নেওয়া হচ্ছে ঢাকায়