ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা পাবে আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে মাঠে দেখতে হলে খরচও দিতে হবে আকাশছোঁয়া। বিশ্ব ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। সেই দলে খেলবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের মতো তারকারা। আর্জেন্টিনা দলের জন্য কোটি কোটি টাকা খরচের প্রসঙ্গ আসার কারণ তাদের ভারত সফর। নভেম্বরে ভারত সফরে যাবে আর্জেন্টিনা ফুটবল দল।
ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নভেম্বরে কেরালায় নির্ধারিত এক প্রীতি ম্যাচের জন্য ১৩০ কোটি রুপি দাবি করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা। শুধু আর্জেন্টিনা নয়, তাদের প্রতিপক্ষ দলকেও আনতে খরচ করতে হবে বিশাল অঙ্কের অর্থ। সব মিলিয়ে পুরো ম্যাচ আয়োজনেই ব্যয় হতে পারে প্রায় ৪০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৫৬ কোটি টাকা)।
ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে এএফএ। এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা উইন্ডোতে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ এবং ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। কেরালার কোন শহরে খেলবেন কিংবা প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত নয়। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। আর্জেন্টিনার চাওয়া, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে, এমন এক দলের বিপক্ষে খেলা।
আরও পড়ুনসবশেষ ২০১১ সালে আর্জেন্টিনা সফর করেছিল ভারত। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে ছিলেন তখনকার নবীন লিওনেল মেসিও। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন তিনি। দলীয় সফরের পর ব্যক্তিগতভাবেও ভারতে আসার পরিকল্পনা রয়েছে মেসির। ডিসেম্বর মাসে কলকাতা থেকে শুরু হবে তার ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’। এরপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি। সফরে মেসির ভাস্কর্য উন্মোচন, গোট কনসার্ট এবং গোট কাপে অংশ নেওয়ার কথাও রয়েছে।
মন্তব্য করুন