এশিয়া কাপের আগে স্পন্সর হারাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্কঃ মাঠের বাইরের ঘটনায় বড় ধাক্কা খেতে চলছে ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের আগে স্পন্সর নিয়ে সমস্যায় পড়ে যাচ্ছে তারা। কারণ ভারতের মূল স্পন্সর ফ্যান্টাসি স্পোর্টস কোম্পানি ড্রিম ১১ জানিয়ে দিয়েছে, সামনে আর স্পন্সর করতে পারবে না তারা।
এমনটা হয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের গেমিং বিল পাস হওয়ার কথা পর থেকে। যেখানে বলা হয়েছে, কোনো অনলাইন গেমের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবে না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। যে কারণে অনেকটাই ছোট হয়ে এসেছে ড্রিম ১১-র ব্যবসার পরিসর।
তাই এরই মধ্যে তারা বিসিসিআই-কে জানিয়েছে যে, তারা ভারতের ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হিসেবে আর চালিয়ে যেতে পারবে না। কারণ তাদের রাজস্ব প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত সময়ের জন্য বিসিসিআইয়ের সঙ্গে ৪ কোটি ৪০ লাখ ডলার (প্রায় ৩৫৮ কোটি রুপি) চুক্তি ছিল ড্রিম ১১-র। আরেকটি ফ্যান্টাসি গেমিং ওয়েবসাইট মাই১১ সার্কেল যুক্ত আছে আইপিএলের সঙ্গে। এই দুই প্রতিষ্ঠান মিলে বিসিসিআইকে প্রায় ১ হাজার কোটি রুপি দিয়েছে।
নতুন অনলাইন গেমিং বিল অনুযায়ী, সামাজিক গেমিং ও সাবস্ক্রিপশনভিত্তিক অর্থ লেনদেনের অনুমতি থাকছে। কিন্তু আগের মতো সরাসরি অর্থের আদান-প্রদান নিষিদ্ধ হয়ে যাওয়ায় ড্রিম ১১-এর সবচেয়ে বড় রাজস্ব উৎস প্রায় বন্ধ হয়ে গেছে।
তাই এখন সামনের এশিয়া কাপের আগে নতুন স্পন্সরের খোঁজে নামতে হবে ভারতকে। দ্রুততম সময়ের মধ্যে সেটি না পেলে, স্পন্সর ছাড়াই খেলতে হতে পারে তাদের।
মন্তব্য করুন