ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, কারাগারে ২

নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা, কারাগারে ২

নোয়াখালী জেলার মাইজদীতে স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে এক গৃহবধূকে গণধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সুধারাম মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলার অপর একজন আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ওলি উল্যার ছেলে হানিফ এবং একই ইউনিয়নের বাহাদিপুর গ্রামের আবুল কাশেমেরে ছেলে কামরুল।

আরও পড়ুন

ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পৌরবাজারে সামান্য কথা কাটাকাটি হলে ৮-১০ জন বখাটে তাদের আলাদা করে দুই রুমে নিয়ে যায় এবং স্বামীকে মারধর করে। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এক পর্যায়ে তিনি দোতলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অপর পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার