ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

নওগাঁর সাপাহারে মারপিটে বৃদ্ধা নিহত

নওগাঁর সাপাহারে মারপিটে বৃদ্ধা নিহত। প্রতীকী ছবি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সামান্য একটি স্টীলের বাটিকে কেন্দ্র্র করে সাপাহারে কেতামুন বিবি (৭১) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। নিহত কেতামুন বিবি সাপাহার উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী। ঘটনার বিবরণে জানা গেছে, ওই গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী কেতামুন ও একই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আম্বেরা খাতুন আপন দুই বোন। কেতামুনের ছেলে ও আম্বেরা খাতুনের মেয়ের বিয়ে হওয়ায় দু’বোনের সম্পর্ক বিয়াইনে পরিণত হয়।

ঘটনাক্রমে কয়েকদিন পূর্বে আম্বেরা খাতুনের মেয়ে কেতামুনের ছেলেকে বিয়ে বিচ্ছেদের চিঠি পাঠালে গতকাল রোববার বিকেলে গ্রামেই তাদের মধ্যে বৈঠক বসে। বৈঠকে লেনদেনকৃত আসবাবপত্র ফেরত প্রক্রিয়ার সময় সামান্য একটি স্টীলের বাটিকে কেন্দ্র করে বিয়াইন দু’বোনের মধ্যে তর্ক বিতর্ক এবং হাতাহাতি শুরু হয়। এসময় বোন আম্বেরা, তার মেয়ে আসমা ও ছেলে মেহেদী হাসান মিলে কেতামুন খাতুনকে বেধড়ক মারপিট করতে থাকলে এক সময় কেতামুন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এরপর তাকে রাতে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কেতামুনকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার দিবাগত রাতেই কেতামুন বিবির বড় মেয়ে শাহদা খাতুন (৩৭) বাদি হয়ে সাপাহার থানায় হত্যা মামলা দায়ের জন্য একটি লিখিত এজাহার দাখিল করেন।

আরও পড়ুন

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই: সালাহউদ্দিন

ভারতে প্রবেশের সময় শার্শা সীমান্তে ৭ বাংলাদেশি আটক

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ-বন্ধ যান চলাচল

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি

পুরানো ভিডিও নিয়ে কটাক্ষ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রভার