ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

মানিকগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৫৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪০ জন। ইতোমধ্যেই ৯৩ শতাংশেরও বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছেন ৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৩৬ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫১৩ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোট ১৬৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ঘিওরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এর মধ্যে ৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ জন।

সাটুরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ৫০ জন। এর মধ্যে ৪৪ জন সুস্থ হয়ে গেছেন, এখনও চিকিৎসাধীন আছেন ৬ জন।

আরও পড়ুন

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪ জন রোগী। এ নিয়ে হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৯ জন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত এখানে মোট ১৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে এ পর্যন্ত মোট ১৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩৩ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে ৭ জন চিকিৎসাধীন আছেন।

সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুরে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

বাংলাদেশ হেলথ ওয়াচ মানিকগঞ্জের সমন্বয়কারী বিমল রায় বলেন, মানিকগঞ্জে ডেঙ্গুর বিস্তার বাড়লেও মৃত্যুহার এখনও শূন্য। তবে সামনের দিনগুলোতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। এ জন্য জেলার সর্বস্তরের মানুষের মধ্যে সরকারি ও বেসরকারিভাবে সচেতনতামূলক ব্যবস্থা নিতে হবে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়লেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসা প্রদানের কারণে রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন। তবে জনগণকে সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়ির আঙিনায় জমে থাকা পানি অপসারণ এবং মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে অনলাইন জুয়া খেলা অবস্থায় আটক ২

চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

শোকজের জবাব দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান

গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে

লালমনিরহাটের গ্রামীণ মেঠোপথের পাশে বাড়ছে গাছ কালাইয়ের চাষ

২০২৬ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত