ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তাদের ছোট্ট কন্যা কৃষভির বয়স মাত্র নয় মাস। কিন্তু জন্মের প্রথম বছর পূর্ণ হওয়ার আগেই গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হতে হলো তাকে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, কিছুদিন আগেই বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন শ্রীময়ী। তিনি দেখেন কান্নাকাটি করছিল ছোট্ট কৃষভি। আর সেই কান্না থামাতে গৃহকর্মী শিশুটিকে উপুড় করে শুইয়ে মারধর করেন। ভিডিওটি দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান শ্রীময়ী। তিনি বলেন,, মেয়ের কান্না থামাতে গিয়ে যে এভাবে নির্দয় আচরণ করা যায়, তা ভাবতেই শিউরে উঠছি বারবার।

ঘটনার কথা জানাজানি হতেই তড়িঘড়ি করে গৃহকর্মীকে বরখাস্ত করা হয়। পাশাপাশি, আইনগত পদক্ষেপ নেয়ার কথাও ভেবেছেন কাঞ্চন মল্লিক। শ্রীময়ী জানান সেদিন অভিনেত্রীর মা পূজার জন্য নিজ বাড়িতে ছিলেন। আর সেইদিন শ্রীময়ী ও কাঞ্চন দুজনেই কাজে বাইরে ছিলেন। কৃষভিকে সামলানোর দায়িত্ব পুরোপুরি পড়ে গৃহকর্মীর কাঁধে। কিন্তু দায়িত্ব পালনের বদলে তিনি ছোট্ট শিশুর প্রতি অমানবিক আচরণ করেন।

শিশু নির্যাতনের ঘটনাই নয়, ওই গৃহকর্মীর বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগও। শ্রীময়ী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাদের বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ ও কাঁসার বাসনপত্র হারিয়ে যাচ্ছিল। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে জানা যায়, সুযোগ বুঝে সিসিটিভি বন্ধ করে দামি জিনিস চুরি করে বাইরে পাচার করতেন ওই গৃহকর্মী।

আরও পড়ুন

শ্রীময়ী বলেন, প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও রাখা আছে। কিন্তু পরে জানতে পারি, আমরা না থাকলে সিসিটিভি অফ করে এসব জিনিস বাইরে পাচার করত। এই ঘটনার পর থেকে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দম্পতি। তাদের প্রশ্ন ঘরের ভেতরেই যদি এরকম ভয়ংকর ঘটনা ঘটে, তবে মেয়েকে কাদের ভরসায় রেখে বাইরে যাওয়া সম্ভব?

অভিনেত্রী আরও বলেন, মেয়ে হওয়ার পর ভেবেছিলাম তাকে নিরাপদেই বড় করব। তাই পরিচারিকা রেখেছিলাম। কিন্তু নিজের চোখে এমন দৃশ্য দেখব, তা স্বপ্নেও ভাবিনি। এখন চিন্তা হচ্ছে, ভবিষ্যতে কাকে ভরসা করব? অন্যদিকে কাঞ্চন মল্লিক জানিয়েছেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। প্রয়োজনে আইনের আশ্রয় নেয়া হবে বলেও জানান তিনি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

২৪ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেফতার

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথমবার ফোবানা’য় পারফর্ম করবেন অধরা খান

বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী নোবেল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো বিজিবি