রংপুরের তারাগঞ্জে অপারেশন ডেভিল হ্যান্ডে ইকরচালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিংকন গ্রেফতার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে অপারেশন ডেভিল হান্ড পরিচালনায় ইকরচালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান লিংকন (৪৮) গ্রেফতার হয়েছেন। গতকাল সোমবার বিকেলেই বামনদিঘী বাজার এলাকা থেকে পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করেন।
আতিউর রহমান লিংকন ইকরচালি মাটিয়াল পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, আজ মঙ্গলবার (২৬ আগস্ট) অপারেশন ডেভিল হান্ডে গ্রেফতার উপজেলার ইকরচালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান লিংকনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন