ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য শেষ, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ

আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য শেষ, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ, ছবি: সংগৃহীত।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে। আলোচিত এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য কাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ বিচারকের প্যানেল সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য করেন।এর আগে গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তাদের মধ্যে বর্তমানে ৬ জন কারাগারে আছেন। বাকি ২৬ জন এখনো পলাতক, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদও রয়েছেন। গত ২২ জুলাই পলাতকদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়।

অন্যদিকে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন-এএসআই আমির হোসেন, বেরোবি’র সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বুধবারের কার্যক্রমে তাদের উপস্থিতিতেই প্রসিকিউশন বক্তব্য উপস্থাপন করবে। আলোচিত এ মামলায় গত ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। এসময় তারা কয়েকজন আসামির অব্যাহতির আবেদনও জানান। অপরদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা মামলার অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন

গত ২৪ জুন আদালতে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো অর্ধগলিত মরদেহ

কুষ্টিয়া আদালতে আসামির ‘জয় বাংলা’ স্লোগান

যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো : উপদেষ্টা রিজওয়ানা

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলবে যারা

১৭ দেশের বাজার হারিয়েছে কাঁচাপাট, কমেছে রপ্তানি

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার