বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে।
সদস্য হিসেবে রয়েছেন— শিল্প ও গৃহায়ন–গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান , শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার , পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর। সদস্য–সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে-
বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই সুপারিশসহ প্রতিবেদন প্রণয়ন
কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া।
আরও পড়ুনপ্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা।
জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আন্দোলনরত প্রকৌশলীদের তিন দফা দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টাকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এতে প্রকৌশলী সংগঠনগুলোর প্রতিনিধিরাও থাকবেন।
তিনি আরও বলেন, এটার সূত্রপাত হয় নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) এক ঘটনায়। একজন প্রকৌশলীকে হত্যার হুমকির বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তিমূলক বদলিও করা হয়েছে।
মন্তব্য করুন