ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত। প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া হাইস্কুলের পাশে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এসময় ঘটনাস্থলেই অটোভ্যানের চালক এবং এক যাত্রী মারা যায়।

দুর্ঘটনায় অটোভ্যানের অপর ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবলা’য় নির্ভরযোগতা বাড়ছে গুঞ্জনে

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি