ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

সরকারি কর্মচারীদের ব্যয়বহুল রোগে অনুদান বেড়ে তিন লাখ টাকা

ছবি : সংগৃহীত,সরকারি কর্মচারীদের ব্যয়বহুল রোগে অনুদান বেড়ে তিন লাখ টাকা

দেশের সকল সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। 

গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে এতে সম্মতি দিয়েছে কর্মচারী কল্যাণ বোর্ড ও অর্থ মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তাসলিমা আলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কর্মচারীদের পরিবারের সদস্য মারা গেলেও দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ১০ থেকে বাড়িয়ে ২০ হাজার করা হয়েছে।

এছাড়া যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করেছে সরকার। মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়, বরাদ্দ করা অর্থ ও নিজস্ব রিসোর্স সেলিংয়ের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান প্রদান করতে হবে। এ ব্যয়ে সব ধরনের আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জটিল রোগের জন্য বছরে একবার আবেদন করা যায়। সরকারি কর্মচারীরা অবসরে গেলেও জটিল এবং সাধারণ রোগের জন্য অনুদান সুবিধা পান। সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদেরও ৭৫ বছর বয়স পর্যন্ত চিকিৎসা অনুদান সুবিধা দেয় সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো ১৭ কিশোর-কিশোরী